খুঁজুন
রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫, ৫ মাঘ, ১৪৩১

নিউজ এলেভেন

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ এলেভেন

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৫:৩২ অপরাহ্ণ
প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ  এলেভেন

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ এলেভেন

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

পাবনায় শস্য কর্তনের ধুম: নবান্ন উৎসবের প্রাণবন্ত আয়োজন শুরু

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:১৩ পূর্বাহ্ণ
পাবনায় শস্য কর্তনের ধুম: নবান্ন উৎসবের প্রাণবন্ত আয়োজন শুরু

পাবনায় শস্য কর্তনের ধুম: নবান্ন উৎসবের প্রাণবন্ত আয়োজন শুরু - কাশিনাথপুর

পাবনা সদর, পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আমন মৌসুমের নমুনা শস্য কর্তন ও নবান্ন উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সকাল ৮.৩০ টায় পৈলানপুর টেকনো পার্ক কৃষি খামারে নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব উদযাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. মো. জামাল উদ্দীন। কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শৈলেন কুমার পালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজিনূর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাহফুজা সুলতানা, এবং অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ

প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আমন মৌসুমের ব্রি ধান৮৭ জাতের নমুনা শস্য কর্তনের মাধ্যমে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। এরপরে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সদর উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ কুন্তলা ঘোষ।

আলোচনা সভার মূল বিষয়বস্তু

আলোচনা সভায় বক্তারা বলেন, পাবনা জেলা দেশের অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চল। এ জেলার উৎপাদিত কৃষিপণ্য স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি দেশের অন্যান্য অঞ্চলের খাদ্য চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও জানান, জমির সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে আধুনিক কৃষি প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি, উৎপাদন বৃদ্ধি ও কৃষকের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বিভিন্ন শস্যের বীজ, রাসায়নিক সার এবং অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অব্যাহত রয়েছে।

নবান্ন উৎসব ও পিঠা মেলা

শস্য কর্তন শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে নবান্নের পিঠা উৎসবের উদ্বোধন করেন। পিঠা উৎসবটি জমকালো আয়োজনের মাধ্যমে স্থানীয় কৃষক ও অতিথিদের মধ্যে উৎসবের আনন্দ ছড়িয়ে দেয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং স্থানীয় কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। এছাড়া, কৃষি তথ্য সার্ভিসের সহকারী তথ্য অফিসার কৃষিবিদ মো. খালেদীন আনামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই আয়োজনের মাধ্যমে কৃষি ও সংস্কৃতির মেলবন্ধনে পাবনার শস্য উৎপাদনের ঐতিহ্য এবং নবান্ন উৎসবের আবহকে তুলে ধরা হয়েছে।

রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য ছিনতাই: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ণ
রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য ছিনতাই: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

রূপপুর পারমাণবিক প্রকল্প - কাশিনাথপুর

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) বর্জ্য বহনকারী ৫টি ট্রাক লুট হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলা পাওয়ার কোম্পানির স্বত্বাধিকারী মো. রানা ফকির দেড় লাখ টাকার ক্ষতির দাবি করেছেন। ঘটনাটি মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে ঘটেছে বলে জানা গেছে।

মালিকের অভিযোগ

রানা ফকির জানান, তিনি দীর্ঘদিন ধরে রূপপুর প্রকল্পের তালিকাভুক্ত ঠিকাদার হিসেবে বর্জ্য অপসারণের কাজ করে আসছেন। ঘটনার দিন প্রকল্প এলাকা থেকে ৫টি ট্রাকে কাঠের টুকরোসহ অন্যান্য বর্জ্য বোঝাই করে ভেড়ামারা ডাম্পিং এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভির হাসান সুমন ওরফে আমেরিকান সুমনের নেতৃত্বে একটি দল ট্রাকগুলো আটক করে। তারা ট্রাকগুলো প্রকল্প সংলগ্ন কেন্দ্রীয় গোরস্থানের পাশে নিয়ে গিয়ে মালামাল আনলোড করে নিয়ে যায়।

রানা ফকির আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে রূপপুর প্রকল্পের বর্জ্য অপসারণের সঙ্গে যুক্ত। এমন ঘটনা আগে কখনও ঘটেনি। এই লুটপাটে আমার প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। পরিস্থিতি বিবেচনায় থানায় মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।” তিনি দাবি করেন, এই ঘটনায় প্রকল্প এলাকায় তার কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।

অভিযুক্তের বক্তব্য

অন্যদিকে অভিযুক্ত তানভির হাসান সুমন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, “বাংলা পাওয়ার কোম্পানির স্বত্বাধিকারী রানা ফকির উদ্দেশ্যমূলকভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলছেন। আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানতাম না। পরে রানা ফকিরই আমাকে ঘটনাটি জানিয়েছেন। এরপর আমি বিষয়টি জানার চেষ্টা করেছি। এখন আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনা হচ্ছে।”

পুলিশের প্রতিক্রিয়া

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম জানান, “এ ধরনের ঘটনার বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় প্রতিক্রিয়া

রূপপুর পারমাণবিক প্রকল্প দেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো। সেখানে এমন একটি ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার দাবি জানিয়েছেন। স্থানীয়রা মনে করছেন, এমন ঘটনা প্রকল্পের সুনাম ক্ষুণ্ণ করতে পারে এবং ভবিষ্যতে নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে।

প্রকল্পের গুরুত্ব ও নিরাপত্তা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র। এই প্রকল্প থেকে দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে বড় ধরনের অবদান রাখার আশা করা হচ্ছে। তবে এই ধরনের ছিনতাইয়ের ঘটনা প্রকল্পের নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বড় প্রশ্ন তুলেছে। প্রকল্প সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উন্নয়নের পথে বাধা?

এ ধরনের ঘটনা শুধু ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং পুরো প্রকল্পের কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এলাকাবাসী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত সমাধান করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

রূপপুর পারমাণবিক প্রকল্পের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে বর্জ্য ছিনতাইয়ের অভিযোগ নিঃসন্দেহে দুশ্চিন্তার কারণ। স্থানীয় প্রশাসন ও প্রকল্প কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে এ ধরনের ঘটনা প্রকল্পের সুষ্ঠু পরিচালনায় আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

স্মৃতি থেকে সাফল্য, প্রাক্তনদের যে ঐক্যের ডাক দিলো কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ৮:৫২ পূর্বাহ্ণ
স্মৃতি থেকে সাফল্য, প্রাক্তনদের যে ঐক্যের ডাক দিলো কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়। ছবি ঃ আর যে ফারুক

কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি অত্র অঞ্চলের শিক্ষা জীবনের ভিত্তি তৈরির মঞ্চ। এই বিদ্যালয় কাশিনাথপুরে  শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছে এবং বহু প্রাক্তনীকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করেছে। এই বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও শিক্ষার্থীদের সাফল্য এই অঞ্চল কে গর্বিত করে।

বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা, স্মৃতিকে সযত্নে ধারণ করা এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে এবং প্রাক্তনী আবেগকে শক্তিতে রূপান্তর করতে “কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন” প্রতিষ্ঠা হয়েছে। এই সংগঠন শুধু স্মৃতি রক্ষার জন্য নয়, বরং একে অপরকে সহযোগিতা করার একটি মাধ্যম হিসেবে কাজ করবে।

এমন উদ্দ্যশ্য নিয়ে প্রাক্তনদের নতুন ভাবে সহযোগিতার ডাক দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবী এডমিন প্যানেল।

ফেসবুক থেকে লেখাটি হুবহু তুলে ধরা হলো ঃ

আসসালামু আলাইকুম,

অত্র স্কুলের সাবেক ও বর্তমান সকল ছাত্র/ছাত্রীদের দৃষ্টি আকর্ষন করছি। সকলের মতাতম আশা করছি।
কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়,পাবনা জেলার এবং রাজশাহী শিক্ষা বোর্ড এর অন্যতম মাধ্যমিক স্কুল এবং এর পরিচিতি সারা বাংলাদেশে। এছাড়া উচ্চ শিক্ষার লক্ষ্যে দেশে ও বিদেশে সুনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক পরিচিতি আছে।
আমার স্বল্প জানা অল্প পরিচিতি আর সিনিয়র জুনিয়রদের কাছে থেকে শোনা কথা অনুসারে ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বহু সংখ্যক সাবেক ছাত্র-ছাত্রী প্রশাসনের উচ্চ পদ সহ প্রশাসনের সকল স্তরে, বেসরকারি প্রতিষ্ঠান , সামরিক বাহিনী, মিডিয়া, প্রবাসী,রাজনীতি, ব্যবসা-বানিজ্য সহ বিভিন্ন পেশায় সুনামের সাথে থেকে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।
এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে এখন অবধি বিভিন্ন মেধা পরীক্ষায়ও যোগ্যতার প্রমান রেখে চলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদক প্রাপ্তি ও পদবীতেও অধিষ্ঠিত হয়েছেন। এই অবস্থায় এই বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি ও আমরা গর্বিত ।
আর এই বিদ্যালয়ের স্মৃতি আমাদের সবার কাছেই আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকেই প্রতি বছর বিভিন্ন ব্যাচ বিক্ষিপ্ত ভাবে ইফতার, রি-ইউনিয়ন সহ বিভিন্ন আয়োজন করে থাকেন এবং সবাই নিজেদের ব্যাচের ভিতর যোগাযোগের পাশাপাশি ১/২ আগের বা পরে ব্যাচের সাথে কিছুটা যোগাযোগ থাকে।
কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন অফিস বা প্রতিষ্ঠানে যাই যেখানে আমাদেরই কেউ আছে অথচ আমরা জানিই না। তাই অনেকের মাঝে কথা থাকে যদি সবাইকে না হলেও যতটুকু সম্ভব সবার ভিতর পরিচিতি বাড়ানো যেতো যদি উপায় থাকতো সংশ্লিষ্ট জায়গায় আমাদের কেউ আছে নাকি।
সেই জায়গা থেকেই সাবেক ও বর্তমান শিক্ষক, ছাত্র-ছাত্রী ভাই বোনদের সাথে পরামর্শ করে আমরা সাবেক কয়জন ছাত্র মিলে Kashinathpur A L High School Alumni Associationএই গ্রুপ খোলা ।
আপনার খেয়াল করেছেন আমাদের আশে পাশেরই অনেক বিদ্যালয় আমাদের অনেক পরে প্রতিষ্ঠিত হয়েও নিয়মিত সাবেকদের নিয়ে পুনর্মিলনী সহ বিভিন্ন আয়োজন করে থাকে এতে তাদের মধ্য বন্ধনও দৃঢ় হয় আবার যেকোনো প্রয়োজনে সহযোগীতা নিতে পারে। এসব বিষয় কে সামনে রেখেই আমরা গ্রুপ টি খুলি এবং অনেক গুরুত সহকারে গ্রুপ টি পরিচালনা করছি। সবাই সবার সাথে পরিচিত হবার সুযোগ পাচ্ছি।

যেসব লক্ষ্যে আমরা গ্রুপটি পরিচালনা করছি:

বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহ করে তথ্য ভান্ডার গড়ে তোলা। (অনলাইন পেজে)

অফিসিয়ালভাবে এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলা।

এলামনাই অ্যাসোসিয়েশন এর মাধ্যমে প্রতি বছর সকল ব্যাচের সম্মিলিত পুনর্মিলনী, পিকনিক, ইফতার মাহফিল বা প্রীতি খেলার আয়োজন করা।

এলামনাই অ্যাসোসিয়েশন এর সকল সদস্যদের আর্থিক সাহায্যের মাধ্যমে মেধাবীদের সংবর্ধনা এবং মেধা বৃত্তির আয়োজন করা। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চতর লেখাপড়ার ব্যাপারে আর্থিক সাহায্য-সহযোগিতা করা।

সবার প্রচেষ্টায় যোগ্যদের চাকরি বা টিউশনের ব্যবস্থা করা। রক্তের যোগান দেয়া, অতি দরিদ্রদের সহযোগিতা করা ছাড়াও বিভিন্ন সহযোগিতামূলক কাজ করা।

স্কুলের গুটি কয়েক সাবেক ছাত্র/ছাত্রীদের ভালোবাসায় কিছু উদ্যোগ নেয়া হয়েছে। সকলের সহযোগিতায় সাফল্যে পৌঁছাতে আমরা দৃঢ়।

ধন্যবাদান্তে,
স্বেচ্ছাসেবী এডমিন প্যানেল

error: Content is protected !!