অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪ । ৮:৫২ পূর্বাহ্ণ
কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি অত্র অঞ্চলের শিক্ষা জীবনের ভিত্তি তৈরির মঞ্চ। এই বিদ্যালয় কাশিনাথপুরে শিক্ষার ভিত্তি গড়ে দিয়েছে এবং বহু প্রাক্তনীকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হতে সাহায্য করেছে। এই বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস ও শিক্ষার্থীদের সাফল্য এই অঞ্চল কে গর্বিত করে।
বিদ্যালয়ের সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে বন্ধন আরও দৃঢ় করা, স্মৃতিকে সযত্নে ধারণ করা এবং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার উদ্দেশ্যে এবং প্রাক্তনী আবেগকে শক্তিতে রূপান্তর করতে “কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন” প্রতিষ্ঠা হয়েছে। এই সংগঠন শুধু স্মৃতি রক্ষার জন্য নয়, বরং একে অপরকে সহযোগিতা করার একটি মাধ্যম হিসেবে কাজ করবে।
এমন উদ্দ্যশ্য নিয়ে প্রাক্তনদের নতুন ভাবে সহযোগিতার ডাক দিয়েছে সংগঠনের স্বেচ্ছাসেবী এডমিন প্যানেল।
ফেসবুক থেকে লেখাটি হুবহু তুলে ধরা হলো ঃ
অত্র স্কুলের সাবেক ও বর্তমান সকল ছাত্র/ছাত্রীদের দৃষ্টি আকর্ষন করছি। সকলের মতাতম আশা করছি।
কাশিনাথপুর আব্দুল লতিফ উচ্চ বিদ্যালয়,পাবনা জেলার এবং রাজশাহী শিক্ষা বোর্ড এর অন্যতম মাধ্যমিক স্কুল এবং এর পরিচিতি সারা বাংলাদেশে। এছাড়া উচ্চ শিক্ষার লক্ষ্যে দেশে ও বিদেশে সুনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক পরিচিতি আছে।
আমার স্বল্প জানা অল্প পরিচিতি আর সিনিয়র জুনিয়রদের কাছে থেকে শোনা কথা অনুসারে ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বহু সংখ্যক সাবেক ছাত্র-ছাত্রী প্রশাসনের উচ্চ পদ সহ প্রশাসনের সকল স্তরে, বেসরকারি প্রতিষ্ঠান , সামরিক বাহিনী, মিডিয়া, প্রবাসী,রাজনীতি, ব্যবসা-বানিজ্য সহ বিভিন্ন পেশায় সুনামের সাথে থেকে যোগ্যতার স্বাক্ষর রেখে চলেছেন।
এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শুরু থেকে এখন অবধি বিভিন্ন মেধা পরীক্ষায়ও যোগ্যতার প্রমান রেখে চলছে। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদক প্রাপ্তি ও পদবীতেও অধিষ্ঠিত হয়েছেন। এই অবস্থায় এই বিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে আমি ও আমরা গর্বিত ।
আর এই বিদ্যালয়ের স্মৃতি আমাদের সবার কাছেই আবেগের জায়গা। এই আবেগের জায়গা থেকেই প্রতি বছর বিভিন্ন ব্যাচ বিক্ষিপ্ত ভাবে ইফতার, রি-ইউনিয়ন সহ বিভিন্ন আয়োজন করে থাকেন এবং সবাই নিজেদের ব্যাচের ভিতর যোগাযোগের পাশাপাশি ১/২ আগের বা পরে ব্যাচের সাথে কিছুটা যোগাযোগ থাকে।
কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে বিভিন্ন অফিস বা প্রতিষ্ঠানে যাই যেখানে আমাদেরই কেউ আছে অথচ আমরা জানিই না। তাই অনেকের মাঝে কথা থাকে যদি সবাইকে না হলেও যতটুকু সম্ভব সবার ভিতর পরিচিতি বাড়ানো যেতো যদি উপায় থাকতো সংশ্লিষ্ট জায়গায় আমাদের কেউ আছে নাকি।
সেই জায়গা থেকেই সাবেক ও বর্তমান শিক্ষক, ছাত্র-ছাত্রী ভাই বোনদের সাথে পরামর্শ করে আমরা সাবেক কয়জন ছাত্র মিলে Kashinathpur A L High School Alumni Associationএই গ্রুপ খোলা ।
আপনার খেয়াল করেছেন আমাদের আশে পাশেরই অনেক বিদ্যালয় আমাদের অনেক পরে প্রতিষ্ঠিত হয়েও নিয়মিত সাবেকদের নিয়ে পুনর্মিলনী সহ বিভিন্ন আয়োজন করে থাকে এতে তাদের মধ্য বন্ধনও দৃঢ় হয় আবার যেকোনো প্রয়োজনে সহযোগীতা নিতে পারে। এসব বিষয় কে সামনে রেখেই আমরা গ্রুপ টি খুলি এবং অনেক গুরুত সহকারে গ্রুপ টি পরিচালনা করছি। সবাই সবার সাথে পরিচিত হবার সুযোগ পাচ্ছি।
যেসব লক্ষ্যে আমরা গ্রুপটি পরিচালনা করছি:
বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে সাবেক ও বর্তমান ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহ করে তথ্য ভান্ডার গড়ে তোলা। (অনলাইন পেজে)
অফিসিয়ালভাবে এলামনাই অ্যাসোসিয়েশন গড়ে তোলা।
এলামনাই অ্যাসোসিয়েশন এর মাধ্যমে প্রতি বছর সকল ব্যাচের সম্মিলিত পুনর্মিলনী, পিকনিক, ইফতার মাহফিল বা প্রীতি খেলার আয়োজন করা।
এলামনাই অ্যাসোসিয়েশন এর সকল সদস্যদের আর্থিক সাহায্যের মাধ্যমে মেধাবীদের সংবর্ধনা এবং মেধা বৃত্তির আয়োজন করা। দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চতর লেখাপড়ার ব্যাপারে আর্থিক সাহায্য-সহযোগিতা করা।
সবার প্রচেষ্টায় যোগ্যদের চাকরি বা টিউশনের ব্যবস্থা করা। রক্তের যোগান দেয়া, অতি দরিদ্রদের সহযোগিতা করা ছাড়াও বিভিন্ন সহযোগিতামূলক কাজ করা।
স্কুলের গুটি কয়েক সাবেক ছাত্র/ছাত্রীদের ভালোবাসায় কিছু উদ্যোগ নেয়া হয়েছে। সকলের সহযোগিতায় সাফল্যে পৌঁছাতে আমরা দৃঢ়।
ধন্যবাদান্তে,
স্বেচ্ছাসেবী এডমিন প্যানেল